Thursday, 12 November 2015

Bangla Cricket News, Bangladesh Vs Zimbabwe 1st T20 Cricket Match will held Tomorrow 13 Nov

Bangla Cricket News, Bangladesh Vs Zimbabwe 1st T20 Cricket Match will held Tomorrow 13 November 2015 in Dhaka Bangladesh, mytvnews 12 November 2015
News Video Language : Bangla
Zimbabwe Tour Of Bangladesh 2015
Zimbabwe Cricket Team Whitewashed in 3 ODI Cricket Matches By Bangladesh. Bangladesh won Series by 3-0 with Zimbabwe National Cricket Team ,And now Mashrafi Mortaza hope to win T20 Series against Zimbabwe cricket team. In this video Bangladesh National cricket team captain Mashrafi Mortaza Talking about his Team combination,team performance etc.

Sunday, 4 October 2015

Bangladeshi Film Actress Apu Biswas & Nipun Akther Eid Special Talkshow On Gtv

Bangladeshi Film Actress Apu Biswas & Nipun Akther Eid Special Talkshow On Gtv
Video Language : Bangla
Popular Bangla Film Actress Apu Biswas And Nasrin Akter Nipun popularly known by Nipun Akter',Bangla Eid Talkshow Talking About their Love in life,personal life etc.
About Apu Biswas :
Apu Biswas is a Bangladeshi actress who appears in Dhallywood films.
After making her acting debut in the 2006 romantic film Koti Takar Kabin, Apu Biswas' early years in the film industry were very successful.In 2007, She started in the film Dadima, Pitar Ason and Amar Jaan Amar Pran. Dadima was proved to be successful and was declared Blockbuster at Box Office Bangladesh.[2] Dadima was also the highest grossing film of 2006. After that, She started in some most successful Bangladeshi Films such as Bhalobaslei Ghor Badha Jay Na, Number One Shakib Khan, King Khan etc. She played the role of Parvati in 2013 Bangladeshi Remake of Devdas Her 2013 film My Name Is Khan was also successful at the Box Office. She has established herself as one of Bangladesh's most high-profile celebrities.
.Apu Biswas is a popular Bangladeshi Film Actress.Her Debut Bangla Film Name Was ''Kal Sokale'' Released on 2006s.One of Her famous film name is Koti Takar Kabin''. Apu Biswas Was born on 11 October 1989 Bogra in Bangladesh.Her Nick name is Megha

About Nipun Akter : Nipun Akter is a Bangladeshi another popular film actress. She has won the National Film Award twice. Nipun entered into the film industry in the year of 2006. Nipun is also successful in television dramas and commercial ads.She was born in Comilla Bangladesh.After completion of her intermediate examination, Nipun went to Russia in 1999 for higher studies. She completed her graduation in Computer Science from Moscow University.[2] Then she moved to Los Angeles, United States.

Acting life

Nipun Said "I left the country after completion of intermediate in 1999. I stayed in Moscow up to 2004 for higher studies. In the meantime I got married and went to United States for living. I had a job in a pharmacy there. Life was good enough. I came back to Bangladesh in 2006 for a short visit. I got offers for acting in the film at that time suddenly. There is no one in my family who ever performed in films. So I came to act here out of curiosity. But the interesting fact is that the very first movie in which I acted has yet to be released! My first released movie is ‘Pitar ashon’."
After being successful in Dhaka film industry, Film Actress Nipun has also acted in Bangla film of Kolkata. Soon she will be seen in the Tollywood film for the first time. Star Bangladeshi actor Ferdous and famous west Bengal star of the time Proshenjit has acted with her in the movie named ‘Porichoy’.
Bangladeshi Film Actress Nipun said in this regard, “Actor Ferdous played a major role to take my opportunity to act in the movie. It is he who discussed with the director Rupali Chatterjy and producer Shomu Gawal for giving me an opportunity. It is undoubtedly one of the greatest chances of my life.” “I was afraid hearing that I have to work with Bumbada. But when he came to me and introduced himself, I felt relieved.”In recent times Nipun performed in some of the commercially successful movies.

Rewards

Bangladeshi Film Actress Nipun has so far grabbed two National Film Awards. First of all she received national award for the movie ‘Shajghor’ and afterwards in 2009 she received national award for acting in the movie ‘Chader moto bou’.Nipun also received other awards, including the BABISAS Award, DCRA Award, New face of the year 2006 Award and Best performer 2007 Award.

Monday, 28 September 2015

ইমরান হাশমীর নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া

হাশমিই পছন্দ করেন ফারিয়াকে !
এখন আলোচনার শীর্ষে বাংলাদেশের নুসরাত ফারিয়া।বলিউডে ইমরান হাশমীর নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া
দেশের ইতিহাসে প্রথম নায়িকা হিসেবে বলিউডি সিনেমায় নাম লেখালেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বলিউডে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি বিপরীতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘গাওয়া- দ্যা উইটনেস’। এতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত।

নুসরাত ফারিয়া বলেন, ‘আমিই প্রথমবারের মতো বলিউডের সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছি। স্ক্রিপ্টটা পেয়েছিলাম মাসখানেক আগে। তখন লন্ডনে ‘আশিকী’ চলচ্চিত্রের শুটিংয়ে ছিলাম। সিনেমার কাস্টিং ডিরেক্টর অপুর্ব যোশেফ আমার লুক টেস্ট নিয়েছিলেন। হিন্দিতে অডিশন নিয়েছিলেন। পরে চলচ্চিত্র আাশিকী’র ‘তার আশিকী’ গানটা রিলিজের দিন চারেক আগে আমাকে ফাইনালি কাস্টিং করেন’।

সিনেমাটা বোম্বে বেইসড। ফারিয়া বোম্বের মডার্ন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাক্রমে দেখা যায় শহরের গোয়ন্দা ইমরান হাশমীর প্রেমে পড়েন তিনি।

শুধু ইমরান হাশমীই নয় সিনেমায় আরো থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিক, পায়েল সরকারদের মতো অভিনয় শিল্পীরা। ‘আমি অনেক লাকি যে, তাদের সঙ্গে একই সিনেমায় কাজের সুযোগ পাচ্ছি। তারা অনেক সিনিয়র। আমি একদমই নতুন। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’ বললেন ফারিয়া।

নভেম্বরের দিকে ছবিটির শুটিং শুরু হবে। প্রাথমিকভাবে শুটিং হবে বোম্বে, কলকাতা, কলকাতা, পুনের বিভিন্ন লোকেশনে। শুটিংয়ের জন্য ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ফারিয়া। দেখছেন প্রচুর হিন্দি সিনেমাও।
এ বিষয়ে ইটিভিতে নুসরাত ফারিয়ার দেওয়া সরাসরি সাক্কাতকার দেখুন নিচের ভিডিওতে ঃ

Thursday, 20 August 2015

বাংলাদেশের কিশোরদের সাফ জয় ইতিহাস গড়ল খুদে টাইগাররা

সুরমা টাইমস হতে সংগৃহীত ঃ
ওই নতুনের কেতন উড়ে, কালবোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’! কাজী নজরুল ইসলামের এই পঙ্তিই যেন বিমূর্ত সত্য হয়ে ধরা দিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। বাংলাদেশের কালবোশেখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ভারত! রচিত হয়েছে নতুন ইতিহাস! বাংলাদেশের গর্বের ইতিহাস!
অদম্য বাংলাদেশ সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন! প্রথমবার ফাইনালে ওঠে প্রথমবারই চ্যাম্পিয়ন!
২০১১ এবং ২০১৩ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগের দুই আসরে শূন্যহাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। হিমালয় কন্যা নেপাল বড্ড রিক্ততায় বিদায় জানিয়েছে বাংলার কিশোরদের। কিন্তু এবার নিজ দেশে, টুর্নামেন্টের তৃতীয় আসরে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে, গুড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের করে নিয়েছে সৈয়দ গোলাম জিলানীর শিষ্য শাওন, সাদ, নিপুরা!
এ তো গর্বের ইতিহাস! এ তো আনন্দের ইতিহাস! এ তো হাজারো সমস্যা-সংকটে জর্জরিত বাংলাদেশে এক ফালি শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়ার ইতিহাস!
মঙ্গলবার বিকেল ৫টায় কানায় কানায় দর্শকপূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালের মহারণ।
ম্যাচের শুরুর প্রায় ১০ মিনিট বাংলাদেশকে চেপে ধরে ভারত। তবে বাংলাদেশ রক্ষণে বার বার পরাস্ত হয় তারা। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় সাদ-শাওনরা। ফিরতে শুরু করে ম্যাচে। শাণাতে থাকে একের পর এক আক্রমণ।
বাংলাদেশ। ১১ নং জার্সিধারী মোহাম্মদ শাওন দুই ভারতীয় ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ক্রস করেন। বল পেয়ে যান ৬ নং জার্সিধারী ফাহিম মোর্শেদ। দ্রুততার সাথে গোল করে বাংলাদেমকে এগিয়ে দিতে ভুল করেননি তিনি। উল্লাসে মাতে স্টেডিয়াম।
৫০ মিনিটে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ভারতের বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের সাদ উদ্দিন। তবে ভারতের গোলরক্ষকের ক্ষিপ্রতায় গোল উৎসবে মেতে উঠার সুযোগ পায়নি বাংলাদেশ। ৫২ মিনিটে বাংলাদেশ ডি বক্সের বেশ বাইরে থেকে ভারতের রাহিম আলীর তীব্র গতির শট দ্বিতীয় প্রচেষ্টায় বাঁচান বাংলাদেশের গোলরক্ষক ফয়সল আহমদ।
ম্যাচের ৬৩ মিনিটে স্টেডিয়াম স্তব্দ করে দেন ভারতের অবিনাশ মরাজকার। প্রায় ৪০ মিটার দূর থেকে আচমকা এক শটে গোল করে ভারতকে সময়তায় ফেরান তিনি। টুর্নামেন্টের সেরা গোল হিসেবে খ্যাত হতে পারে এই গোল।
ম্যাচের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটে ম্যাচ বন্ধ থাকে প্রায় ১০ মিনিট। পরে খেলা শুরু হতে না হতেই রেফারির বাঁশি। অতিরিক্ত সময়ে না গিয়ে সরাসরি ট্রাইব্রেকারে চলে যায় ম্যাচ। টান টান উত্তেজনা। রুদ্ধশ্বাস অপেক্ষা।
বাংলাদেশ প্রথমে শট নেয়। ফাহিম মোর্শেদ ভারতীয় গোলকিপারকে পরাস্ত করতে ভুল করেননি। ফিরতি শটে গোল করে সমতা আনেন ভারতের সৌরভ মেহের। আবার শট নেন বাংলাদেশের জাহাঙ্গীর আলম সজীব। গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। ফিরতি শটে ভারতের মোহাম্মদ রাকিপ গোল করেন।
এরপর সেই ক্ষণ! সেই মুহূর্ত! বাংলাদেশের মোহাম্মদ আতিকুজ্জামান গোল করে এগিয়ে রাখেন বাংলাদেশকে। কিন্তু ফিরতি শটে ভারতের অভিজিৎ সরকার মিস করে বসেন! এগিয়ে যায় বাংলাদেশ।
পরের শটে গোল করেন বাংলাদেশের রাইজিং স্টার সাদ উদ্দিন। কিন্তু ফিরতি শটে ভারতের মোহাম্মদ সাকলাইন খান মিস করে বসেন আবারও! জয়! বাংলাদেশের! স্টেডিয়ামে গর্জন!
নিচে দেখুন খেলার সম্পূর্ণ হাইলাইটস ঃ