Monday, 28 September 2015

ইমরান হাশমীর নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া

হাশমিই পছন্দ করেন ফারিয়াকে !
এখন আলোচনার শীর্ষে বাংলাদেশের নুসরাত ফারিয়া।বলিউডে ইমরান হাশমীর নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া
দেশের ইতিহাসে প্রথম নায়িকা হিসেবে বলিউডি সিনেমায় নাম লেখালেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বলিউডে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি বিপরীতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘গাওয়া- দ্যা উইটনেস’। এতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত।

নুসরাত ফারিয়া বলেন, ‘আমিই প্রথমবারের মতো বলিউডের সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছি। স্ক্রিপ্টটা পেয়েছিলাম মাসখানেক আগে। তখন লন্ডনে ‘আশিকী’ চলচ্চিত্রের শুটিংয়ে ছিলাম। সিনেমার কাস্টিং ডিরেক্টর অপুর্ব যোশেফ আমার লুক টেস্ট নিয়েছিলেন। হিন্দিতে অডিশন নিয়েছিলেন। পরে চলচ্চিত্র আাশিকী’র ‘তার আশিকী’ গানটা রিলিজের দিন চারেক আগে আমাকে ফাইনালি কাস্টিং করেন’।

সিনেমাটা বোম্বে বেইসড। ফারিয়া বোম্বের মডার্ন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাক্রমে দেখা যায় শহরের গোয়ন্দা ইমরান হাশমীর প্রেমে পড়েন তিনি।

শুধু ইমরান হাশমীই নয় সিনেমায় আরো থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিক, পায়েল সরকারদের মতো অভিনয় শিল্পীরা। ‘আমি অনেক লাকি যে, তাদের সঙ্গে একই সিনেমায় কাজের সুযোগ পাচ্ছি। তারা অনেক সিনিয়র। আমি একদমই নতুন। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’ বললেন ফারিয়া।

নভেম্বরের দিকে ছবিটির শুটিং শুরু হবে। প্রাথমিকভাবে শুটিং হবে বোম্বে, কলকাতা, কলকাতা, পুনের বিভিন্ন লোকেশনে। শুটিংয়ের জন্য ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ফারিয়া। দেখছেন প্রচুর হিন্দি সিনেমাও।
এ বিষয়ে ইটিভিতে নুসরাত ফারিয়ার দেওয়া সরাসরি সাক্কাতকার দেখুন নিচের ভিডিওতে ঃ